প্রশাসনের তৎপরতায় বগটুইয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের আনা হল রামপুরহাটে

0
1

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে আতঙ্কের পরিবেশের মধ্যেই বগটুই পরিদর্শনে যান বীরভূমের জেলা শাসক। এরপর পরীক্ষার্থীদের কথা ভেবে নজির গড়ল বীরভূম জেলা প্রশাসন। বৃহস্পতিবার বগটুই গ্রামে যে সমস্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রী আছে তাদের বাসে করে রামপুরহাট শহরের একটি বেসরকারি স্কুলে নিয়ে যাওয়া হয়। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে ওই সেখানে থেকে পড়াশোনা ও পরীক্ষা দিতে যাবেন পরীক্ষার্থীরা।


আরও পড়ুন:মাসের শুরুতেই একধাক্কায় ২৫০টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম


একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা সকলে যাতে অগ্নিকাণ্ডের আতঙ্ক কাটিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেই লক্ষ্যে তৎপর রাজ্য প্রশাসন। তাই এদিন প্রশাসনের তরফ থেকে পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় রামপুরহাট শহরের একটি বেসরকারি বিদ্যালয়ের আবাসনে। এদিন রামপুরহাট মহকুমা শাসকের দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন পাশাপাশি ছিলেন রামপুরহাট ১ নম্বর ব্লকের তৃনমূল ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। ।
আর মাত্র কয়েক ঘণ্টা । আগামিকাল, শনিবার থেকেই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। রামপুরহাটের বগটুই গ্রামে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২৬। ফর্ম পূরণ করেননি ৪ জন। সেইমতো ২ এপ্রিল ২২ জনের পরীক্ষা দিতে যাওয়ার কথা।পরীক্ষার প্রস্তুতিও চলছিল জোড়কদমে। কিন্তু এরইমধ্যে আচমকাই ঘটে যায় দুর্ঘটনা। যার জেরে থমথমে বীরভূমের বগটুই গ্রাম। চারিদিকে এখন শুধুই আতঙ্ক। আর তারই মাঝে বুটের আওয়াজ। চলছে ধরপাকড়। কিন্তু এরইমধ্যে গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই তাতে যাতে কোনওরকম ব্যাঘাত না ঘটে সেইদিকে কড়া নজর প্রশাসনের।তাই শুধুমাত্র পরীক্ষার্থীদের কথা ভেবেই এই পদক্ষেপ নিল বীরভূম জেলা প্রশাসন।