পাঁচ বছরের একটি শিশুর উপরে অমানবিক অত্যাচার চালাল এক যুবক। শিশুটিকে উল্টো করে বেঁধে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হল। তারপর তার ওপরে চলে অকথ্য অত্যাচার। তার পায়ে ভারী জিনিস বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। শিশুটিকে বারবার ওঠবোস করতে বলা হয়। কিন্তু সে তা করতে না পারায় লাঠি দিয়ে বেধড়ক মারা হয় তাকে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। অভিযুক্ত যুবকের নাম প্রসেনজিৎ মণ্ডল । যুবক এখনো পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক এবং শিশুটি সকলেই মালদহের খুটাদহ গ্রামের বাসিন্দা। এবং সকলেই কাজের সূত্রে মালদহ থেকে চলে এসে হায়দরাবাদের রাজীব নগরে বাস করছেন। জানা গিয়েছে, শিশুটির বাবা-মা কাজে বেরোনোর সময় অভিযুক্ত প্রসেনজিতের কাছে ছেলেকে রেখে যেতেন। সেই সুযোগে শিশুটির উপরে অকথ্য অত্যাচার চালাত যুবকটি। প্রসেনজিৎ পেশায় ছাদ ঢালাইয়ের মিস্ত্রি । ওই বাড়িরই অন্য একটি অংশে থাকেন শিশুটি এবং তার বাবা-মা পূর্ণ সরকার ও তাঁর স্ত্রী। পূর্ণ ও তাঁর স্ত্রী, দু’জনেই সকাল সকাল কাজে বেরিয়ে যেতেন। ওই সময় কখনও কখনও তাঁদের ছোট্ট সন্তানকে রেখে যেতেন প্রসেনজিতের কাছে। সেই সময়েই শিশুটির উপরে অকথ্য অত্যাচার চালাত প্রসেনজিত।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 





























































































































