বৃহস্পতিবার লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। লখনউয়ের ব্যাটার দীপক হুডাকে আউট করতেই আইপিএলের (IPL) ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেলেন তিনি। এক্ষেত্রে টপকে গেলেন লাসিথ মালিঙ্গাকে (Lasith Malinga)। আর এই রেকর্ড গড়তেই ব্র্যাভোকে শুভেচ্ছা জানালেন মালিঙ্গা।
এতদিন দু’জনের ঝুলিতেই ছিল ১৭০টি করে উইকেট। ব্র্যাভো লখনউয়ের ব্যাটার দীপক হুডাকে ফেরাতেই ব্র্যাভোর পকেটে চলে এল ১৭১টি উইকেট। এই নজির গড়তেই মালিঙ্গা সোশ্যাল মিডিয়ায় লেখেন,” ব্র্যাভো ইজ আ চ্যাম্পিয়ন! আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার জন্য বন্ধু ব্র্যাভোকে আমার শুভেচ্ছা। আরও এগিয়ে যেতে হবে ইয়ং ম্যান!”
Bravo is a CHAMPION🕺🏻
Congratulations on becoming the highest wicket-taker in IPL history mate @DJBravo47👏
More to go young man!🤩#IPL2022— Lasith Malinga (@malinga_ninety9) March 31, 2022
২০১১ সালে সিএসকের জার্সি গায়ে চাপানোর আগে দুই মরশুম মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন ব্র্যাভো। মালিঙ্গা ২০০৯-২০১৯ পর্যন্ত মুম্বইয়ের হয়ে খেলে ১২২ ম্যাচে ১৭০ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন:CSK: ‘ম্যাচে একাধিক ক্যাচ মিস, তাই হারের মুখ দেখতে হল’, বললেন জাড্ডু