Accident: মর্মান্তিক! কাশ্মীরে খাদে উল্টে গেল বিয়েবাড়ির গাড়ি মৃত অন্তত ৯, আহত ৪

0
1

আনন্দ নিমেষে বিষাদে পরিণত হল। বিয়েবাড়িতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি উল্টে  প্রাণ হারালেন অন্তত ৯ জন। আহত ৪। ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার বাফলিয়াজ অঞ্চলে। আহতদের নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন:প্রশাসনের তৎপরতায় বগটুইয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের আনা হল রামপুরহাটে

পুলিশ সূত্রের খবর, নিকটবর্তী মুরা গ্রাম থেকে একটি টাটা সুমো গাড়ি বেশ কয়েকজনকে নিয়ে আসছিল। কিন্তু পুঞ্চের তারারাওয়ালি বাফলিয়াজ এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় ৩০০ ফুট গভীর খাদে ।আর তাতেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। হাসপাতালে নিয়ে গেলে আরও ৩ জনের মৃত্যু হয়।হাসপাতাল সূত্রের খবর, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে গাড়ির চালকও রয়েছেন।


প্রশাসনের তরফে ইতিমধ্যেই নিহতদের পরিবারকে সাহায্যের কথা বলা হয়েছে। আহতদেরও চিকিৎসার যাবতীয় খরচ দেওয়ার কথা জানানো হয়েছে।