Ravi Shastri: বিরাটের ব‍্যাটিং নিয়ে কী বললেন শাস্ত্রী?

0
2

রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালোরের ( RCB) অধিনায়কত্ব ছাড়ার পরই নাকি ব‍্যাটিং-এ বদল এসেছে বিরাট কোহলি (Virat Kohli)। এক অনুষ্ঠানে এমনটাই জানালেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর (Ravi Shastri)। বললেন,” শট খেলার ক্ষেত্রে আগের থেকে অনেক বেশি সাবলীল হয়েছেন কোহলি।

এই নিয়ে শাস্ত্রী বলেন,”জৈবদুর্গে থাকতে থাকতে ক্রিকেটারদের উপর অতিরিক্ত চাপ পড়ে। তার উপর অনেক সময় অধিনায়কত্বের চাপ কোনও ক্রিকেটারের ব্যাটিংয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলে। কোহলির ক্ষেত্রে সেটাই হচ্ছিল। কিন্তু ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়ার পরে শুধু নিজের ব্যাটিং নিয়ে ভাবার সুযোগ পাচ্ছে কোহলি। তার ফলে কোন বলে কী রকম শট খেলবে তার একটা স্পষ্ট ধারণা থাকছে ওর। খেলায় বদল এসেছে।”

প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৯ বলে ৪১ রানের ইনিংস খেলেন কোহলি। আর কেকেআরের বিরুদ্ধে ৭ বলে ১২ রান করেন তিনি।

আরও পড়ুন:Poland: ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট পাঁকা করল রবার্ট লেওয়ানডস্কির পোল‍্যান্ড