যারা মদ খান তারা মহাপাপী, বিষমদ ব্যাখ্যায় মহাত্মা গান্ধীকে টেনে বললেন নীতীশ

0
1

যারা মদ্যপান করে তাদেরকে আমি ভারতীয় বলে মনে করি না, তারা মহাপাপী। এমনটাই বললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (CM Nitish Kumar)।

বিহারে বিষমদ খেয়ে নানা জায়গা থেকে মৃত্যুর খবর মিলেছে। এবার এ প্রসঙ্গে বিধানসভায় ক্ষোভ প্রকাশ করলেন নীতীশ কুমার (CM Nitish Kumar)। তিনি সাফ জানান, যারা বিষমদ খেয়ে মারা যাচ্ছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকার দায়বদ্ধ থাকবে না। নীতীশ বলেন, “মহাত্মা গান্ধীও মদ্যপানের বিরোধিতা করেছিলেন। যারা ওনার নীতির বিরুদ্ধে গিয়ে মদ্যপান করেন, তারা ভারতীয় নন। আমি তাদের ভারতীয় বলে মনে করি না। ওনারা মহা অযোগ্য। ওনারা মহাপাপী।”

আরও পড়ুন:দেশে কত জ্বালানি মজুত আছে? তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রশ্নের জবাবে আতঙ্কের খবর শোনাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, মদ খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর জেনেও মানুষ বিষমদ খাচ্ছেন। সেই পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী থাকবেন। কোনোভাবেই সরকার দায়ী নয়।