হিন্দু বাবার মুখাগ্নি করল মুসলিম ছেলে! শ্রীরামপুরে সাম্প্রদায়িকতার অনন্য নজির

0
1

হিন্দু বাবার মুখাগ্নি করল মুসলিম ছেলে! বেনজির ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরে (Srirampur)। ক্যানসারে আক্রান্ত বিজ্ঞান গবেষক সুজিত হালদারের (Sujit Halder) মুখাগ্নি করলেন আনোয়ার আলি (Anwar Ali)। স্ত্রী শিপ্রাকে নিয়ে শ্রীরামপুরের (Srirampur) দে স্ট্রিটের একটি আবাসনে থাকতেন সুজিত। একমাত্র মেয়ে চৈতালী বাগ থাকেন সাইপ্রাসে। করোনাকালে নির্দিষ্ট গ্রুপের রক্ত না পেয়ে সমস্যার মুখে পড়েন সুজিত। ওই সময় শ্রীরামপুর থানা (Srirampur Police Station)এলাকার বাসিন্দা পেশায় মার্বেল মিস্ত্রি আনোয়ার আলির সঙ্গে পরিচয় হয়। আনোয়ার রক্তের ব্যবস্থাও করেন। তারপর থেকে পারিবারিক সম্পর্কে জড়িয়ে পড়েন আনোয়ার।

কলকাতায় (Kolkata)সুজিতকে চিকিৎসার জন্য আসা-যাওয়া করতেন আনোয়ারই। তাতেই আপ্লুত সুজিত আনোয়ারকে ছেলে বলে সম্মানিত করেন। শুধু তাই নয়, স্ত্রী শিপ্রাকে বলেন তাঁর মৃত্যুর পর যেন আনোয়ারই সুজিতের মুখাগ্নি করে। সোমবার, সুজিতের মৃত্যুর পর আনোয়ারকে দিয়ে মুখাগ্নি করে স্বামীর শেষ ইচ্ছাপূরণ করেন স্ত্রী। ধর্মের বিভেদের উর্ধ্বে উঠে এই মানবিকতায় মুগ্ধ শ্রীরামপুর।

বেঙ্গালুরুতে বাঙালি নার্সকে গণধর্ষণ ৪ সাতারুর