২০২২ কাতার বিশ্বকাপের টিকিট পাঁকা করল রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ড। বুধবার রাতে তারা প্লে-অফ ফাইনালে ২-০ গোলে হারাল সুইডেনকে। আর এই জয়ের ফলে ২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল তারা। পোল্যান্ডের হয়ে গোল গুলি করেন লেওয়ানডস্কি এবং পিয়ত্রে জিয়েলিনিস্কি।
এই জয়ের পর লেওয়ানডস্কি বলেন,” আমাদের দলের অনেকেরই চোট ছিল। সঙ্গে অন্য আরও নানা সমস্যা রয়েছে। আমিও পুরো সুস্থ অবস্থায় মাঠে নামতে পারিনি। আমাকে ভোগাচ্ছে হাঁটু। তার পরেও কাতারে খেলা নিশ্চিত করেছি ভেবে আমরা যে কতটা খুশি তা বলে বোঝাতে পারব না।”
আগেই বিশ্বকাপের টিকিট পাঁকা করেছে ব্রাজিল, আর্জেন্তিনা। মঙ্গলবার রাতে কাতারের টিকিট পাঁকা করে রোনাল্ডোর দেশ পর্তুগালও। আর বুধবার রাতে কাতার বিশ্বকাপের টিকিট পাঁকা করে ফেলল পোল্যান্ড।
আরও পড়ুন:KKR: আরসিবির কাছে হেরে হতাশ নন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র