Rimi Sen : অভিনেত্রী রিমি সেনের চার কোটি টাকা হাতিয়ে পলাতক ব্যবসায়ী

0
2

গুরগাঁওয়ের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ৪ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন বলিউড অভিনেত্রী রিমি সেন । ব্যবসায়ীর নাম রৌনক যতীন ব্যাস । ইতিমধ্যেই রৌনকের বিরুদ্ধে আইপিসি ৪২০ এবং ৪০৯ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতত  টাকা নিয়ে ওই ব্যবসায়ী পলাতক ।

জানা গিয়েছে ২০১৯ সালে আন্ধেরির একটি জিমে রিমির সঙ্গে দেখা হয় সঙ্গে দেখা হয় ওই ব্যবসায়ীর । বেশি মুনাফার লোভ দেখিয়ে রিমির থেকে ওই ব্যবসায়ী  ৪.১৪ কোটি টাকা নিয়েছিলেন । রিমির নিজস্ব প্রোডাকশন হাউসের মাধ্যমেই ওই টাকা বিনিয়োগ করা হবে এমনটাই বলা হয়েছিল বলে অভিযোগ। কিন্তু যে সময়সীমা দেওয়া হয়েছিল, তা পার হয়ে যাওয়ার পরেও টাকা ফেরত না পেয়ে রৌনকের কাছে তার কারণ জানতে চান রিমি। তারপর থেকেই রৌনক রিমির সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন বলে অভিযোগ। অনেক বার বলার পরে রিমিকে তিনলাখ টাকার চেক ফেরত দেন রৌনক। কিন্তু সেটি ব্যাঙ্কে জমা করতে গিয়ে রিমি দেখেন যে চেক বাউন্স করেছে। তার পরেই থানায় অভিযোগ দায়ের করেন রিমি সেন।