ভাদু শেখ খুনের ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিশ। রামপুরহাট কাণ্ডের দিনই সন্ধেয় খুন হন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। এনিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিশ। বুধবার রাতে বীরভূমের মাড়গ্রাম এবং নলহাটি থেকে ভাসান শেখ ও শেখ শফিক নাম দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ রামপুরহাট আদালতে তোলা হবে।
আরও পড়ুন:Petrol Diesel: ১০ দিনে ৯ বার! রুটিন মেনেই ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের
বগটুইয়ে তৃণমূল উপপ্রধান ভাদু শেখকে মৃত্যুর ঘটনার পর থেকে তোলপাড় রাজ্য-রাজনীতি। সিট গঠন করে,নিহতদের পাশে দাঁড়িয়ে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় ঘটনার তদন্ত করবে সিবিআই। সেইমত চলছে সিবিআইয়ের হাতে সমস্ত রিপোর্ট তুলে দিয়েছে সিট। চলছে সিবিআই তদন্ত। রামপুরহাটের প্রাক্তন এসডিপিও সায়ন আহমেদ এবং সাসপেন্ড হওয়া রামপুরহাটে আইসি ত্রিদীপ প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।রামপুরহাট থানার একজন এএসআই-কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।যদিও ঘটনার ১১ দিন পার হয়ে গেলেও এখনও কোনও কিনারা করতে পারেনি সিবিআই।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.