৯ দিন পর লালনের বন্ধ ঘর থেকে উদ্ধার অ্যালসেশিয়ান শাবক

0
1

৯ দিন ধরে বন্দি ছিল অ্যালসেশিয়ান শাবকটি। বৃহস্পতিবার সিবিআই অফিসাররা তালা ভেঙে লালন শেখের বাড়িতে ঢুকতেই দেখতে পান ওই শাবকটিকে। বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত আনারুলের হোসেনের অন্যতম সঙ্গী লালনের বাড়িতে তল্লাশি চালান সিবিআই অফিসারররা। দরজা বন্ধ থাকায়, অফিসাররা তালা ভেঙেই ঢোকেন ভিতরে। ভিতরে ঢুকে অ্যালসেশিয়ান শাবকটিকে দেখেই অফিসাররা অবাক হয়ে যান। শাবকটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তবে শাবকটি কি এতদিন ধরে না খেয়ে আছে নাকি কেউ গোপনে তাকে খেতে দিয়ে যেত তা নিয়ে প্রশ্ন উঠছে।

 

এদিকে  লালনের বাড়িতে যে দুটি  সিসিটিভি রয়েছে সেখান থেকে অনেক গুরূত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন সিবিআই অফিসাররা। কারণ সেদিনের ঘটনার অন্যতম স্বাক্ষী ফটিক শেখের বাড়ির দিকে তাক করা রয়েছে সিসিটিভি ক্যামেরাদুটি। তাই ওই ক্যামেরার যাবতীয় ফুটেজ খুঁটিয়ে দেখতে চান কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের দল।