১০ দিনে ৯ বার! ভোটপর্ব মিটতেই রেকর্ড হারে বাড়ছে জ্বালানির দাম। বৃহস্পতিবার ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। এদিন কলকাতায় লিটার প্রতি ৮৩ পয়সা বাড়ছে পেট্রোল। কলকাতায় লিটার প্রতি ৮০ পয়সা বাড়ছে ডিজেল। কলকাতায় পেট্রোলের দাম হচ্ছে ১১১ টাকা ৩৫ পয়সা।কলকাতায় ডিজেলের দাম হচ্ছে ৯৬ টাকা ২২ পয়সা।

আরও পড়ুন:Entertainment: অস্কার মঞ্চে চপেটাঘাত কেন? প্রকাশ্যে এল আসল কারণ

উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোটের আবহ শুরু হতেই পেট্রোল-ডিজেল-রান্না গ্যাসের দাম বাড়া বন্ধ হয়ে যায়। টানা চারমাস স্থির ছিল জ্বালানির দাম। কিন্তু গত ১০ মার্চ পাঁচ রাজ্যের ভোটে ৪ রাজ্যে দুরন্ত ফল করে বিজেপি। এরপরই শুরু হয় জ্বালানির দামবৃদ্ধি। রোজ মধ্যরাতে পেট্রোল- ডিজেলের দাম বাড়বে, গত এক সপ্তাহে এটাই যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে৷ সেই ধারা অব্যাহত রেখেই বৃহস্পতিবার আরও এক দফা দাম বাড়ল জ্বালানির। স্বভাবতই মাথায় হাত মধ্যবিত্তর।


যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির যুক্তি দিয়েই দায় সারছেন। গতকাল মঙ্গলবারও সংসদে নির্মলা যুদ্ধ-সাফাই গেয়েছেন। অথচ আন্তর্জাতিক বাজারে ইদানীং অশোধিত তেলের দাম কমছে! যা নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও কেন তার সুরাহা দেশবাসীকে দেওয়া হবে না? বিরোধীদের এই প্রশ্নের কোনও জুতসই জবাব নেই নির্মলার কাছে।


Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































