Mamata Banerjee: এত কাছে মুখ্যমন্ত্রী! আহ্লাদিত পাহাড়বাসী

0
9

দার্জিলিং সফরের শেষদিনেও দলীয় কর্মীদের নিয়ে প্রাতঃভ্রমণে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিনের মত বৃহস্পতিবারও রিচমন্ড হিল থেকে প্রাতঃভ্রমণে বেরিয়ে পাহাড়বাসীর সঙ্গে আলাপচারিতা সারেন তিনি।

  • এদিন হাঁটতে বেরিয়ে সিংমারিতে অঞ্জু স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের সঙ্গে হাতে হাত মিলিয়ে মোমো বানান মুখ্যমন্ত্রী নিজে। পাশাপাশি উৎসাহ যোগান স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের। মুখ্যমন্ত্রীর ব্যবহারে মুগ্ধ অঞ্জু স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা। এদিন স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের সঙ্গে কথা বলেন তিনি।মনযোগ সহকারে তাঁদের অভাব-অভিযোগও শোনেন। মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র মেয়েদেরই নয়, এবার থেকে পুরুষদেরও স্বনির্ভর গোষ্ঠী গড়ে তুলতে হবে।

 

  • হাসিমুখে কথা বললেন পথচলতি মানুষের সঙ্গে

  • প্রাতঃভ্রমণে বেরিয়ে দলীয় কর্মীদের নিয়ে চায়ের আসরে বসে ইন্দ্রনীল সেনের গানে তাল দিলেন মুখ্যমন্ত্রী।