তিন মাসের এক শিশু কন্যাকে(Girl Child) সাতবার বিক্রির ঘটনা ঘটলো অন্ধপ্রদেশে(Andhra Pradesh)। চাঞ্চল্যকর এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ১১ জনকে। পুলিশ সুত্রে যে তথ্য প্রকাশ্যে এসেছে রীতিমতো রোমহর্ষক।
হায়দ্রাবাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজয়ওয়াড়া থেকে শিশুকন্যাটিকে উদ্ধার করে ইতিমধ্যেই তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। শিশুর বাবা মনোজ এই বিক্রির ঘটনায় মূল অভিযুক্ত। জানা গিয়েছে, ৭০ হাজার টাকা থেকে সাতবার হাত বদল হয়ে শিশুটির দর পৌঁছেছিল আড়াই লক্ষ টাকায়। শিশু থেকে বিক্রি করার পর মা ঠাকুমা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে অন্ধ্রপ্রদেশ পুলিশ। তারপরই ধাপে ধাপে প্রকাশ্যে আসে রাজ্যে শিশু পাচারের বড়সড় চক্র। অভিযুক্ত বাবাকে গ্রেফতারের পর জেরায় জানা গিয়েছে, দু’টি কন্যা সন্তানের পর ফের মেয়ে হওয়ায় নেশার টাকা জোগাড় করতে মনোজ তাঁর শিশুকন্যাটিকে বিক্রির ছক কষেছিল।