অশালীন: ছাতনার আইসি-কে প্রকাশ্যে বিবস্ত্র করার হুমকি দিয়ে গ্রেফতার বিজেপি নেতা

0
1

শালীনতার মাত্রা ছাড়ালেন বিজেপি নেতা। প্রকাশ্যে বাঁকুড়ার (Bankura) ছাতনার আইসি (IC)-কে প্রকাশ্যে বিবস্ত্র করার হুমকি বিজেপি নেতা জীবন চক্রবর্তীর (Jiban Chakraborty)। যার জেরে তাঁকে গ্রেফতার করে পুলিশ (Police)।

বৃহস্পতিবার, ছাতনায় বিজেপির পথ অবরোধ কর্মসূচি পালন হচ্ছিল। অবরোধ তুলতে আসেন ছাতনা থানার আইসি আশিস জৈন (Ashis Jain)। আবরোধকারীরা তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। প্রকাশ্য রাস্তায় মাইকে আইসিকে ’উলঙ্গ’ করা হুমকি দেন বিজেপি নেতা। যদিও, সমালোচনার মুখে জীবন চক্রবর্তীকে দলের কেউ নয় বলে দায় এড়িয়েছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, এটাই বিজেপির সংস্কৃতি। জীবন চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ।