শিল্পীদের ভাতা দিতে দেরি: তৃণমূলের প্রশ্নের উত্তরে ‘দায়’ শিল্পীদের ঘাড়ে চাপালো কেন্দ্র

0
1

সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের(Artist) ভাতা দিতে দেরী হচ্ছে, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার (Rajyasabha) সাংসদ জহর সরকারের (Jahar Sarcar) প্রশ্নের পর, দায় শিল্পীদের ঘাড়েই চাপাল কেন্দ্রীয় সরকার(Central Govt)।

বৃহস্পতিবার সংসদে সাংসদ জহর সরকারের লিখিত প্রশ্নের জবাবে সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, আবেদন করা শিল্পীদের নির্দিষ্ট নথিপত্র জমা দিতে দেরি হওয়ায় তাঁদের ভাতা অনুমোদনেও দেরি হয়। যদিও কেন্দ্রীয় সরকারের এই জবাবকে অসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন জহর সরকার। তাঁর দাবি, এই ভাতা দেওয়া হয় অ্যামেচার গ্রুপগুলিকে। তাঁর মতে, শিল্পীরা জানিয়েছেন, প্রতি বছরের টাকা ২ থেকে ৩ বছর পর দেওয়া হয়।

আরও পড়ুন:লাগাতার মূল্যবৃদ্ধি পেট্রোল-ডিজেলের: ‘সাধারণ মানুষের দুর্ভোগ বুঝুন’, কেন্দ্রকে বলল তৃণমূল