আশিসের অনুরোধেই আনারুলকে পদে রেখেছিলাম: বিস্ফোরক অনুব্রত

0
1

রামপুরহাট ১ নম্বর ব্লকের তৃণমূল(TMC) সভাপতি আনারুল হোসেনকে(Anarul Hossine) সরাতে চেয়েছিলেন বীরভূমের জেলাসভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mondol)। তবে স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের লিখিত অনুরোধে তা পারেননি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে অনুব্রতকে লেখা আশিসের সেই চিঠি। যা দেখে রিতিমত বিস্মিত অনুব্রত।

এপ্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে অনুব্রত জানান, “আনারুলকে আগেই পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আশিস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ওঁকে রেখেছিলাম। আশিস বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোট পর্যন্ত আনারুলকে রাখতে বলেছিলেন। তখন আশিসদা বলেন, আমি মুচলেকা লিখে দিচ্ছি। ওকে পঞ্চায়েত পর্যন্ত রাখো। আশিসদা এক জন প্রবীণ লোক। ওর বিধানসভার ব্যাপার। উনি যখন লিখে দিলেন আমাকে তখন আমি আর আনারুলকে সরালাম না।”

আরও পড়ুন:যারা মদ খান তারা মহাপাপী, বিষমদ ব্যাখ্যায় মহাত্মা গান্ধীকে টেনে বললেন নীতীশ

অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে আশিস বলেন, “আমি চিঠিটি লিখেছিলাম। কারণ এটা একটি সাংগঠনিক সভায় সিদ্ধান্ত হয়েছিল যে, সভাপতি বদল না করাই ভাল। অঞ্চল সভাপতিরাও চাইছেন না পদ বদল হোক। তখন এটা বলা হয়েছিল, ‘তুমি এটা লিখে দাও।’ তাই সভাস্থলেই ওই চিঠি লেখা। তাঁকে রাখা হবে কি রাখা হবে না এটা সিদ্ধান্ত নেবেন জেলা সভাপতি। এই সিদ্ধান্ত বিধায়ক নেন না।

প্রসঙ্গত, বগটুই কাণ্ডকে ঘিরে রাজ্য-রাজনীতি যখন রীতিমত সরগরম ঠিক সেই সময়ে আনারুলকে নিয়ে আশিসের লেখা এই চিঠি নতুন করে চাপানউতোর বাড়িয়ে তুলেছে। প্রস্ন উঠছে বগটুই-কাণ্ডে আনারুল গ্রেফতারের পর দলের গোপন চিঠি কী ভাবে প্রকাশ্যে চলে এল?