মহম্মদ শামির ( Mohammad Shami)বোলিং-এ মজেছেন আমেরিকান পর্ন তারকা কেন্দ্রা লাস্ট (Kendra Lust)। গত ২৮ মার্চ লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Supergiants)বিরুদ্ধে দুরন্ত বোলিং করেন শামি। তারপরই শামির প্রশংসায় মাতেন কেন্দ্রা। চলতি বছর গুজরাত টাইটান্সের (Gujarat Titans)হয়ে খেলছেন বাংলার এই জোরে বোলার।
মহম্মদ শামির দুরন্ত বোলিং-এর পর কেন্দ্রা তাঁর টুইটারে লেখেন, “নিঃসন্দেহে অনবদ্য পারফরম্যান্স শামির।” আর এই টুইট করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই টুইট। সেই নিয়ে টুইট নিয়ে অনেকেই বলেন, হয়ত শামির প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমেরিকান পর্ন তারকা।
Absolutely wonderful performance by @mdshami11 😍👏#LSGvsGT #IPL2022
— Kendra Lust® (@KendraLust) March 28, 2022
প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে চার ওভার বল করে ২৫ রান দিয়ে তিন উইকেট নেন মহম্মদ শামি। ম্যাচের প্রথম বলেই ফিরিয়ে দেন লখনউ-এর অধিনায়ক কে এল রাহুলকে। পরের দু’টি ওভারেও একটি করে উইকেট নেন শামি। আগামী শনিবার পরবর্তী ম্যাচে গুজরাতের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন:Mamata: ছবির মতো সাজাতে হবে মিরিককে: জেলাশাসককে নির্দেশ মুখ্যমন্ত্রীর, ঘুরে দেখলেন অরূপ-ইন্দ্রনীল