নাগাল্যান্ড, অসম, মণিপুরে কমল আফস্পার আওতাধীন এলাকার পরিমাণ

0
1

এবার নাগাল্যান্ড, অসম এবং মণিপুরে কমল আফস্পার (Armed Forces Special Power Act or AFSPA) আওতায় থাকা এলাকার পরিমাণ। বৃহস্পতিবার একথা জানিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (HM Amit Shah)।

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী ট্যুইট করে লেখেন, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উত্তরপূর্বের তিন রাজ্য নাগাল্যান্ড, অসম এবং মণিপুরে আফস্পার (AFSPA) অধীনে এলাকার পরিমাণ কমানো হচ্ছে। প্রধানমন্ত্রীর দায়বদ্ধতার জোরেই আজ উত্তরপূর্ব ভারতে শান্তি ফিরে এসেছে।” কেন্দ্রীয় সরকারের দাবি, মোদি সরকারের ‘লুক ইস্ট নীতি’র সুবাদে উত্তরপূর্ব ভারতে শান্তি ফিরছে। তাই আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা  প্রভাব কমানো হচ্ছে।

আরও পড়ুন:ব্যাপক মূল্যবৃদ্ধিতে মোদি সরকারের বিরুদ্ধে একযোগে সরব সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা

গত বছর ডিসেম্বরের শুরুতে সেনাবাহিনীর গুলিতে ১৩ জন সাধারণ মানুষ মারা যান। তাঁদের মৃত্যুর পর থেকে নাগাল্যান্ডে আফস্পা প্রত্যাহারের দাবি ক্রমশ জোরাল হচ্ছে। নাগাল্যান্ড এবং মণিপুর সরকার কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছে, যাতে এই বিতর্কিত আইন প্রত্যাহার করা হয়। ইতিমধ্যেই নাগাল্যান্ড বিধানসভায় আফস্পা প্রত্যাহারের দাবিতে সর্বসম্মতিক্রমে প্রস্তাবও পাশ হয়েছে।