নার্সিং-এর চাকরি করতে বেঙ্গালুরু গিয়েছিলেন। আর সেখানেই নৃশংসভাবে গণধর্ষণের শিকার হতে হল বাঙালি নার্সকে। ঘটনায় জাতীয় স্তরের ৪ সাতারুকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন:Mamata Banerjee: দার্জিলিং সফরের শেষ দিনে মোমো বানালেন, ক্যাফে হাউসের গানে সুরও বাঁধলেন মুখ্যমন্ত্রী

পুলিশ সূত্রের খবর, বেঙ্গালুরুতেই নার্সের চাকরি করতেন ওই নির্যাতিতা। ডেটিং অ্যাপের মাধ্যেমে রজত নামে এক জাতীয় স্তরের সাতারুর সঙ্গে আলাপ হয় তাঁর। ওই যুবক তাঁকে নেমতন্ন করলে গত ২৪ মার্চ রজতের বাড়িতে যান নির্যাতিতা। তাঁর দাবি, সেই রাতে রজত ছাড়াও আমন্ত্রিত ছিল আরও ৩ যুবক। এরপর একে একে সকলেই ওই নির্যাতিতাকে ধর্ষণ করে। সারারাত রজতের বাড়িতেই ছিলেন ওই নির্যাতিতা। এরপর কোনওক্রমে ফোনে নির্যাতিতা তাঁর এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। ওই বন্ধুই নির্যাতিতাকে উদ্ধার করেন। এরপর সোজা সঞ্জয়নগর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পুলিশ নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করে। তাতে ধর্ষণের প্রমাণ মিলতেই একটি বিশেষ টিম গঠন করে পুলিশ। এরপর ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম রজত, শিব রানা, দেব সারোহা এবং যোগেশ কুমার।


জানান গেছে, অভিযুক্তরা সকলেই দিল্লিরত বাসিন্দা। সাঁতারের প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে বেঙ্গালুরুতে এসেছিল । গণধর্ষণের পর রজত অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। একজনকে বাসাভনগুড়ি থেকে এবং বাকিদের চিকপেট থেকে গ্রেফতার করা হয়।


Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































