চৈত্রের গরমে নাজেহাল বঙ্গবাসী। ঘেমেনেয়ে একসার নিত্যযাত্রীরা। স্বস্তির বৃষ্টি কবে? তার দিকে তাকিয়ে সকলেই। এখনই বৃষ্টি নয়,বরং দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দফতর ।বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রার পারদ আরও চড়বে।তবে বুধ ও বৃহস্পতিতে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:Petrol Diesel price Hike: ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম,সরব বিরোধীরা

মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আবহবিদদের মতে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি বাড়বে। রাজ্যের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার তাপমাত্রা বৃদ্ধি পাবে বেশি। ইতিমধ্যেই বাঁকুড়ার তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছাড়িয়েছে। পুরুলিয়ায় পারদ ছুঁয়েছে ৩৭ ডিগ্রি। মূলত স্বাভাবিকের ৪ থেকে ৫ ডিগ্রি বেশি এবং তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে তাকে তাপপ্রবাহ বলা হয়ে থাকে। তাপপ্রবাহের পূর্বাভাস থাকা চার জেলার চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ ৪০ ছুঁতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

বৃহস্পতি এবং শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিহারের উপরে থাকা ঘূর্ণাবর্তের জেরে বুধ এবং বৃহস্পতি বার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 
 
 
 
 
 
 
 
 
 































































































































