ফের সামনে এলো “ডবল ইঞ্জিন” সরকারের কীর্তি। তফসিলি জাতি ও উপজাতির উপর হামলা, অত্যাচারের ঘটনার নিরিখে এবার “ভারত সেরা” তকমা পেল যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ। দ্বিতীয় স্থানেও রয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। অর্থাৎ, দুই তথাকথিত “ডবল ইঞ্জিন” রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত এসি-এসটি’রা। বিজেপি শাসিত হরিয়ানাতেও এই সংক্রান্ত কেসের সংখ্যা তিন বছরে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন:Petrol Diesel price Hike: ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম,সরব বিরোধীরা
এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে গোটা দেশে তফসিলি জাতি ও উপজাতির উপর হামলা সংক্রান্ত নথিভুক্ত কেসের সংখ্যা ছিল ৪৯ হাজার ৬৪টি। ২০১৯ সালে তা বেড়ে হয়েছে ৫৩ হাজার ৫১৫টি। ২০২০ সালে সেই সংখ্যা আরও বেড়ে হয়েছে ৫৮ হাজার ৫৩৮টি। পার্লামেন্টে সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, SC-ST মানুষদের উপর অত্যাচারের নিরিখে রাজ্যভিত্তিক ভাবে দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ।
আরও ভেঙে দেখলে ছবিটি স্পষ্ট হবে। ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালে যোগী-রাজ্যে এই ধরণের কেসের সংখ্যা ছিল যথাক্রমে ১১ হাজার ৮৪১, ১১ হাজার ৮৬৫ এবং ১২ হাজার ৭১৭টি। সারা দেশের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা মধ্যপ্রদেশে ২০২০ সালে এই সংক্রান্ত কেসের সংখ্যা ৯ হাজার ৩০০টি। কম যায় না হারিয়ানাও।