ভয়াবহ যুদ্ধ চলছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগরীয় দেশগুলির মধ্যে যাতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকে তার জন্য সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। ইউরোপের পরিস্থিতি প্রসঙ্গে মোদি বলেন, ‘ইউরোপ আন্তর্জাতিক ভারসাম্য নাড়িয়ে দিয়েছে’। এই অবস্থায় আঞ্চলিক সহযোগিতা কতখানি গুরুত্বপূর্ণ বুধবার তা BIMSTEC বৈঠকে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানান, ভারত ১০ লক্ষ ডলার দেবে BIMSTEC-এর কার্যাবলি পরিচালনায় উন্নতির জন্য।

ভার্চুয়াল এই বৈঠকে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে ইউরোপে যা ঘটেছে তার প্রভাব আন্তর্জাতিক মঞ্চে ব্যাপকভাবে পড়েছে। প্রশ্ন উঠেছে বিশ্ব শান্তি নিয়ে। এই অবস্থায় বঙ্গোপসাগরীয় দেশগুলিতে এই পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য সতর্ক থাকা উচিৎ সকলের। আন্তর্জাতিক ক্ষেত্রে যাতে আমাদের সহযোগিতা বজায় থাকে তার জন্য নজর রাখা উচিৎ। সকল দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান থাকাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন:Kashmir: ফের শিরোনামে কাশ্মীর! বিট্টার শাস্তির দাবিতে কোর্টের দ্বারস্থ সতীশ টিক্কুর পরিবার
উল্লেখ্য, বঙ্গপোসাগরীয় অঞ্চলের ৭ টি দেশ মিলে তৈরি হয়েছে BIMSTEC, যেখানে ভারতের পাশাপাশি রয়েছে বাংলাদেশ, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল এবং থাইল্যান্ড। এই দেশগুলি প্রযুক্তিগত এবং বানিজ্যিক ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে থাকে। ইতিমধ্যেই এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেনার দায়ে জর্জরিত শ্রীলঙ্কাকে নানাবিধ সাহায্য দিয়েছে ভারত। বুধবার BIMSTEC-এর এই বৈঠকে উপস্থিত হয়ে ৩ টি সনদও সই করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।














































































































































