Petrol price -TMC : জ্বালানির দামবৃদ্ধি, চন্দ্রিমার নেতৃত্বে প্রতিবাদ মিছিল তৃণমূলের মহিলা সমর্থকদের

0
1

জ্বালানির দাম দিন কে দিন বেড়েই চলেছে। গত ন’দিনে আটবার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। জ্বালানির  এই ক্রমবর্ধমান দাম বৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার  পথে নামলেন  তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থকরা। এদিন  মিছিলের নেতৃত্ব দেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন গোলপার্ক থেকে শুরু করে মিছিল যায়  হাজরা পর্যন্ত । চন্দ্রিমা ভট্টাচার্য বললেন,  পাঁচ রাজ্যের ভোটপর্ব  শেষ হওয়া পর্যন্ত কেন্দ্র অপেক্ষা করছিল। বিধানসভা নির্বাচন শেষ হতেই লাগামছাড়া ভাবে দাম বাড়াতে শুরু করেছে পেট্রোপণ্যের।  গত ন’দিনে আট বার  দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের । চন্দ্রিমার দাবি,  কেন্দ্রের বিজেপি সরকার মানুষের কথা ভাবে না। এক নাগাড়ে পেট্রোপণ্যের দাম বাড়ার ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ যে কী অপরিসীম দুর্দশার মধ্যে পড়ছেন তা নিয়ে বিজেপি মাথা ঘামায় না। এদিন চন্দ্রিমার নেতৃত্বে পথে নেমেছিলেন অসংখ্য মহিলা কর্মী সমর্থক।