বাঙালির ঘোরার অন্যতম ঠিকানা দিঘা। রোজই বাড়ছে পর্যটকদের আনাগোণা। কিন্তু সাম্প্রতিক কালে নানান অপ্রীতিকর ঘটনাও নজরে এসেছে। তাই দিঘাকে সুরক্ষিত করতে তৎপর প্রশাসন। দিঘার হোটেল নিয়ে চালু হচ্ছে অনলাইন ডেটাবেস সিস্টেম। ইতিমধ্যে দিঘার হোটেলগুলিকে চিঠি দিয়ে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ নিতে বলা হয়েছে।
আরও পড়ুন:Cyber Crime: জনসচেতনতা প্রচারে কলকাতা পুলিশের হাতিয়ার ‘উইল স্মিথের থাপ্পড়’
আগামী ১ এপ্রিল থেকে দিঘার ৬০০টি হোটেলে চালু হতে চলেছে অনলাইন ইনফর্মেশন অ্যান্ড ডাটাবেস সিস্টেম। প্রাথমিকভাবে দিঘার ৬০০টি হোটেলে এই ব্যবস্থা শুরু হবে।তবে পরে ধাপে ধাপে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণির হোটেলেও এভাবে তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা হবে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদকে এ ব্যাপারে প্রযুক্তিগত সহায়তা করছে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার।
প্রযুক্তিবিদদের মতে অনলাইন ডাটাবেস সিস্টেম চালু হলে পর্যটকদের যাবতীয় তথ্য পোর্টালে আপলোড করে দিতে হবে হোটেল কর্তৃপক্ষকে। সেই সঙ্গে পর্যটকদের থেকে নেওয়া অনলাইনের মাধ্যমেই ফিও জমা করতে হবে । ফলে রাজস্ব ফাঁকি যেমন দেওয়া যাবে না। তেমনই পর্যটকদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করা যাবে। পাশাপাশি এতে হোটেল কর্তৃপক্ষের হয়রানিও কম হবে।
সম্প্রতি দিঘায় জলে ডুবে মৃত্যু, হোটেল থেকে দেহ উদ্ধার, চুরি ছিনতাই এর মতো ঘটনা ঘটছে। ফলে পুলিশ প্রশাসনকে সমস্যায় পড়তে হচ্ছে। এই সিস্টেম চালু হলে তা অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.