North Bengal :  ভুট্টার জমিতে বিস্ফোরণ, গুরুতর জখম এক শিশুকন্যা

0
1

ভুট্টার জমিতে বিস্ফোরণে গুরুতর জখম হল এক শিশুকন্যা। তাকে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।  শিশুটির শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।  বুধবার দুপুরে মালদহের রতুয়া থানার চাঁদমণি এলাকায় ভুট্টার জমিতে এই বিস্ফোরণ হয়। জখম  শিশু কন্যার নাম খালেদা বেগম। পুলিশ জানিয়েছে এদিন সকালে রোজকার মতো বাড়ির কাছের  ভুট্টার জমিতে খেলতে গিয়েছিল ছোট্ট  খালেদা।  সেই সময় হঠাৎই বিস্ফোরণের শব্দ হয়। আওয়াজ শুনে ছুটে আসেন পরিবারে লোকেরা। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রতুয়া গ্রামীণ হাসপাতাল।  কিন্তু আঘাত গুরুতর হওয়ায় শিশুটিকে স্থানান্তর করা হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।  ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।