জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তাবাহিনী।সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে নিকেশ দুই জঙ্গি। পুলিশ সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের রায়নাওয়াড়ি এলাকায় গতকাল রাত থেকে গুলির লড়াই শুরু হয়। সেনার গুলিতে বুধবার সকাল পর্যন্ত দু’জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। নিহত জঙ্গিদের নাম রইস আহমেদ ভাট ও হিলাল আহমেদ।এদের মধ্যে একজনের কাছ থেকে প্রেস কার্ড মিলেছে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে ওই দুই জঙ্গি মূলত লস্কর ই তৈইবার দ্য রেজিটেন্স ফ্রন্টের জঙ্গি সদস্য।

আরও পড়ুন:বগটুই নিয়ে বিজেপির ষড়যন্ত্রে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কী বললেন তিনি

জানা গেছে, গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেতেই খবর পেয়ে মঙ্গলবার রায়নাওয়াড়িতে মধ্যরাতে শুরু হয় নিরাপত্তা বাহিনীর অভিযান। রাতভর চলে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই। এরপর বুধবার সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় দুই জঙ্গি।


পুলিশের তরফে খবর, প্রেস কার্ড অনুসারে জানা গিয়েছে নিহত ওই জঙ্গির নাম রইস আহমেদ ভাট, এবং তিনি ভ্যালি মিডিয়া সার্ভিসের প্রধান সম্পাদক পদে কর্মরত ছিলেন। পুলিশের দাবি, ভুয়ো প্রেস কার্ডকে হাতিয়ার করেই সন্ত্রাস বাদী কাজের সঙ্গে যুক্ত ছিলেন ওই জঙ্গি। নিহতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র এবং বেশ কয়েক রাউন্ড গুলিও উদ্ধার হয়েছে।


Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































