Maoist Arrest: STF-এর জালে মাও নেত্রী জয়িতা দাস

0
2

শেষরক্ষা হল না। অবশেষে কলকাতার STF-এর হাতে গ্রেফতার হলেন মাওবাদী নেত্রী, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তন ছাত্রী জয়িতা দাস। প্রায় সাত-আট বছর আত্মগোপন করে ছিলেন তিনি। অবশেষে বুধবার নদিয়ার জাগুলিয়া থেকে গ্রেফতার করা হয় তাঁকে। পুলিশের সূত্র জানিয়েছে, মাওবাদীদের মাতঙ্গিনী মহিলা সমিতির নেত্রী ছিলেন জয়িতা।

এর আগে ২০১৩ সালে যাদবপুরের ছাত্রী থাকাকালীন মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে প্রথমবার গ্রেফতার হন জয়িতা। তার সঙ্গে গ্রেফতার হয় আরও পাঁচ ছাত্রী। সেবার সকলেই জামিনে মুক্ত হয়ে যান। সেই জয়িতাকেই হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। অবশেষে বুধবার নদিয়ার জাগুলিয়া থেকে গ্রেফতার হলেন তিনি। ধৃতকে ৭ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন- ‘দুয়ারে সরকার’ মডেলে এবার ‘দুয়ারে ব্যাঙ্ক’ পরিষেবা আনছে HDFC Bank