সাইবার ক্রাইম রুখতে অভিনব প্রচার শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। কখনও বিভিন্ন ফিল্মের বিশেষ দৃশ্য, আবার কখনও সাম্প্রতিক ঘটনাকে ব্যবহার করা হচ্ছে এই সচেতনতা প্রচারে। আর তারই নবতম সংযোজন অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রকের গালে উইল স্মিথের থাপ্পড়। সেই ছবি ব্যবহার করে কলকাতা পুলিশ জানাচ্ছে, যদি অনলাইন (Online) কোনও অ্যাপ আপনাকে চটজলদি ও সহজ ঋণের প্রতিশ্রুতি দেয়, তাহলে আপনিও তাকে এভাবেই প্রত্যাখ্যান করুন।
আরও পড়ুন:Rampurhat Case:ভাদু শেখ খুনে গ্রেফতার ৩
যারা সাইবার ক্রাইমের (Cyber Crime) শিকার হন, তারা অনেকেই এই আন্তর্জালে বেশি সময় কাটান। আর সেই সোশ্যাল মিডিয়ায় যদি লাগাতার সচেতনতা প্রচার চালানো যায়, তাহলে এই ধরনের অপরাধ অনেক কমানো যাবে বলে বিশ্বাস লালবাজারের। সেক্ষেত্রে বড় বিজ্ঞপ্তি, নিয়মাবলী বা সাবধানবাণীর থেকেও এই ধরনের সচেতনতামূলক মিম কাজ দেয় বেশি। কারণ এগুলি লোকের নজর কাড়ে; চর্চা হয়। সে কারণেই সহজে পৌঁছনো যায় টার্গেট অডিয়েন্সের কাছে। তবে শুধু সাইবার ক্রাইম নয়, এর আগে করোনার সময়েও এই ধরনের প্রচার চালানো হয়েছে। জনসচেতনতা প্রচারে কলকাতা পুলিশের এই উদ্যোগ প্রশংসিত সব মহলে। বিশেষ করে, যেভাবে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করা হয়েছে তা সত্যিই যুগোপযোগী।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.