ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ

0
1

বিচারপতিদের মধ্যে প্রকাশ্যে বেনজির সঙ্ঘাত। ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি। শুধু তাই নয়, প্রকাশ্যে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও দাবি করা হল। কার্যত নজিরবিহীন ঐই ঘটনটি ঘটল কলকাতা হাইকোর্টে।

ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে  অভিযোগ এনে  দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।  বুধবার স্কুলে শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগ মামলার শুনানির সময় এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চের একাধিক রায়ের বিরুদ্ধে অভিযোগ এনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে গঠিত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের অভিযোগ, একক বেঞ্চের একের পর এক রায়ের উপরে স্থগিতাদেশ দিচ্ছে ডিভিশন বেঞ্চ। সম্প্রতি শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ।  তাছাড়া শিক্ষক নিয়োগ মামলায় এসএসসি-র তৎকালীন উপদেষ্টার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব চেয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই সিঙ্গল বেঞ্চের রায়ের উপরে স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।  এই প্রেক্ষিতেই অত্যন্ত  ক্ষুব্ধ হয়ে সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেশের শীর্ষ আদালতের হস্তক্ষেপ দাবি করলেন।