DA: ৩ শতাংশ হারে বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা

0
1

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা(DA) বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার(Central Govt)। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে এই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে বর্তমান পরিস্থিতির বিচারে ৩ শতাংশ হারে ডিএ বা মহার্ঘ্যভাতা বৃদ্ধি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। যার জেরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩১ শতাংশ থেকে বেড়ে হল ৩৪ শতাংশ।

বুধবার দুপুর ১ টা নাগাদ সরকারি কর্মীদের মহার্ঘ্যভাতা বৃদ্ধির বিষয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) নেতৃত্বের এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় ডিএ বৃদ্ধির। বলার অপেক্ষা রাখে না কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের জেরে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৫ লক্ষ পেনশন গ্রাহক। উল্লেখ্য, প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির বিষয়ে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রীসভা। তবে চলতি বছরের জানুয়ারি মাসে এ নিয়ে কোনওরকম বৈঠক হয়নি। অবশেষে মার্চ মাসে মহার্ঘ্যভাতা সংক্রান্ত বৈঠকে বসে ৩ শতাংশ ডিএ বৃদ্ধিতে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।