China: করোনা আতঙ্কে লকডাউন, শুনশান রাস্তাঘাটে যেন অচেনা শহরের ছবি

0
2

করোনা (corona) দৈত্যকে কাবু করা যাচ্ছেনা। অতএব লকডাউনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রশাসন।আবারও সেই চেনা ছবি। চিনের (China) সাংহাই (Shanghai) শহরে লাফিয়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত তিন দিন ধরে শহরের প্রায় অর্ধেক অঞ্চল জুড়েই জারি করা হয়েছে লকডাউন(Lockdown)।


চিনের অবস্থা শোচনীয়।বুধবারের হিসেব বলছে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ হাজার ৯৮২ জন। সবচেয়ে বেশি সংক্রমণ রয়েছে শহরের পূর্ব অংশে।সোমবার থেকে সেখানে জারি লকডাউন।সংক্রমণ বাড়তে শুরু করায় বুধবার থেকেই সাংহাইয়ের বহু অঞ্চলেই লকডাউন শুরু হয়েছে। আপাতত এলাকার সকল বাসিন্দাকেই গৃহবন্দি থাকারই নির্দেশ দেওয়া হয়েছে।

মহাকাল মন্দিরে পুজো দিয়ে ২৫দিনের শিশুকে মমতাময়ী স্নেহের পরশ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত বছর দু’য়েক আগে এই চিনেই প্রথম দাপট দেখাতে শুরু করে করোনা।ফের সেই ঘটনার পুনরাবৃত্তি নিয়ে আতঙ্কে চিনের মানুষ।তাই সংক্রমণে যে করেই হোক রাশ টানতে মরিয়া তাঁরা। লকডাউনের পাশাপাশি কড়া নির্দেশিকা রয়েছে শহরের সর্বত্র। অত্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো সম্পূর্ন নিষিদ্ধ করা হয়েছে।