KMC: চাকরি প্রার্থীদের জন্য সুখবর: কলকাতা পুরসভায় হবে মজদুর নিয়োগ

0
1

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কলকাতা পুরসভার তরফে মজদুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। কনজারভেন্সি মজদুর পদে শতাধিক শূন্যপদ নিয়োগ করা হবে। নূন্যতম শিক্ষাগত যোগ্যতার অধিকারীরা আবেদন করতে পারবেন।

একনজরে বিজ্ঞপ্তি:

• মোট শূন্যপদ ১০৪।
• বাংলা, ইংরেজি ভাষা লিখতে, পড়তে ও বলতে জানলেই আবেদন করা যাবে।
• আবেদনকারী বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
• তপসিলি জাতি ও উপজাতির শ্রেণীর প্রার্থীরা সংরক্ষণ নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
• শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরাও ১০ বছর বয়সে ছাড় পাবেন।
• আবেদন করা যাবে ২৪-০৪-২০২২ তারিখ পর্যন্ত

আরও পড়ুন:Mamata: যতবার পাহাড় হেসেছে, ততবার বাইরে থেকে অশান্তি ছড়ানো হয়েছে: তোপ দাগলেন মুখ্য়মন্ত্রী

দুটি ধাপে এই নিয়োগ করা হবে। পড়া ও লেখার দক্ষতা এবং ফিল্ড টেস্ট হবে। অনলাইনে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীদের WBMSC -এর অফিসিয়াল ওয়েবসাইট আবেদন করতে হবে। এই পদে আবেদন করার জন্য জেনারেল এবং ওবিসি (A ও B) প্রার্থীদের অ-ফেরতযোগ্য ১৫০ টাকা আবেদন ফি এবং ৫০ টাকা প্রসেসিং ফি জমা করতে হবে। SC/ST/PH প্রার্থীদের প্রসেসিং ফি বাবদ ৫০ টাকা জমা দিতে হবে।