Santosh Trophy: ফের শুরু হচ্ছে সন্তোষ ট্রফি, প্রকাশিত হল ফাইনাল রাউন্ডের সূচি

0
2

ফের শুরু হচ্ছে সন্তোষ ট্রফি( Santosh Trophy) ম‍্যাচ। করোনার কারণে স্থগিত হয়ে গিয়েছিল ৭৫তম সন্তোষ ট্রফি। গ্রুপ পর্ব হয়ে যাওয়ার পর করোনার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল সন্তোষ ট্রফি। করোনার কারণে আয়োজিত হতে পারেনি ফাইনাল রাউন্ডের ম‍্যাচ। তবে ফের বসছে সন্তোষ ট্রফির আসর। করোনার বাঁধা পেরিয়ে মঙ্গলবার প্রকাশ করা হল ফাইনাল রাউন্ডের সূচি ।

আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ড। সেমিফাইনাল দুটি হবে আগামী ২৮ ও ২৯ এপ্রিল। আর ফাইনাল ম‍্যাচ আয়োজিত হবে আগামী ২ মে। সেমিফাইনাল ও ফাইনাল আয়োজিত হবে মাঞ্জেরি পায়ানাদ ফুটবল স্টেডিয়ামে।

এক নজরে দেখে নেওয়া যাক বাংলা দলের সূচি –

১৬ এপ্রিল – বাংলা বনাম পাঞ্জাব – সকাল সাড়ে নয়টা

১৮ এপ্রিল – কেরালা বনাম বাংলা – রাত আটটা

২২ এপ্রিল – বাংলা বনাম মেঘালয় – বিকেল চারটে

২৪ এপ্রিল – রাজস্থান বনাম বাংলা – বিকেল চারটে

আরও পড়ুন:KKR: আরসিবির বিরুদ্ধে জয় লক্ষ‍্য নাইট বাহিনীর