রাতের চলন্ত ট্রেনে ছিনতাই। ছিনতাইবাজকে ধরতে গিয়ে গুরুতর আহত যুবক। আহত যুবকের নাম বিকাশ সাউ।কোন্নগর কানাইপুর অটোস্ট্যান্ডের বাসিন্দা বিকাশ সাউ চন্দননগরের(chandannagar) একটি বেসরকারি আউটলেটের কর্মী।

আরও পড়ুন: Kolkata Police:অবরোধে আটক পরীক্ষার্থী, নিজের বাইকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন ট্রাফিক সার্জেন্ট

সোমবার, রাত ১০ টার সময় চন্দননগর থেকে বাড়ি ফেরার জন্য ডাউন ব্যান্ডেল- হাওড়া লোকাল ধরেন। অভিযোগ, ট্রেন শ্রীরামপুর স্টেশনে(Sreerampore Station) পৌঁছলে ট্রেনের কামরা ফাঁকা থাকার সুযোগে এক যুবক চড়াও হয় বিকাশের উপর। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন। বিকাশ ছিনতাইবাজকে ধরতে গেলে চলন্ত ট্রেন থেকে শ্রীরামপুর স্টেশনে পড়ে যান বিকাশ। রেল পুলিশরা থাকলেও সেই ঘটনা দেখার পরে বা পুলিশকে সাহায্যের জন্য ডাকা হলেও রেল কোনো সাহায্য করেনি বলে অভিযোগ।

এরপর স্টেশনের অন্যান্য যাত্রীরা বিকাশের বাড়িতে খবর দিলে তাঁরা গিয়ে বিকাশকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসা করান।

এই ঘটনা আবার রেলের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিলো। আর রেল পুলিশরা শ্রীরামপুর স্টেশনে থাকলেও এই ঘটনা দেখার পর কেনো অভিযুক্ত যুবককে ধরার চেষ্টা করল না বা আহত বিকাশের সাহায্যে এগিয়ে এলো না সেটাও বড় প্রশ্ন।


Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































