একমাসেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া -ইউক্রেন যুদ্ধ। যুদ্ধে প্রাণ হারয়েছেন বহু সেনা। রুশ ক্ষেপনাস্ত্রে মারা গেছেন কয়েকশো ইউক্রেনবাসী। আর এই আবহেই ভারত সফরে আসছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। সূত্রের খবর, মার্চের ৩১ তারিখ নয়াদিল্লি পৌঁছতে পারেন তিনি। ওই একইদিনেই আসছেন ব্রিটেনের বিদেশ সচিব লিজ ট্রাসও ।

আরও পড়ুন:বেলাগাম পেট্রোপণ্যের দাম, বন্ধ হচ্ছে একের পর এক রুটের বাস

জানা গেছে, আগামী ১ এপ্রিলই নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকে বসতে পারেন সের্গেই লাভরভ। ইউক্রেন যুদ্ধে মস্কোর উপর চাপানো আর্থিক নষেধাজ্ঞার বিষয়েও আলোচনা হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক মহল। মার্চের ৩০ তারিখ চিন সফরে যাচ্ছেন রুশ বিদেশমন্ত্রী। সেখানে পাকিস্তান,ইরান তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। একদিকে ভারতকে পাশে পেতে মোদি সরকারের উপর চাপ বাড়াতে ভারতে আসছেন ব্রিটেনের বিদেশ সচিব লিজ ট্রাস। অন্যদিকে, লাভরভও পুরোন বন্ধুত্বের দাবি নিয়ে দিল্লি আসছেন।স্বভাবতই ভারত প্রবল চাপে রয়েছে বলে মনে করছেন বিশ্লষকরা।


প্রসঙ্গত, রাষ্ট্রসংঘে ইউক্রেন-রাশিয়া রেজোলিউশনে ভোটাভুটি থেকে বিরত থেকেছে ভারত। সংসদে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের পরিস্থিতিতে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। অবিলম্বে হিংসা বন্ধ করার আহ্বানও জানিয়েছি।
 
 
 
 
 
 
 
 
 
 
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































