Petrol-Diesel:আরও মহার্ঘ পেট্রোল-ডিজেল

0
2

আরও মহার্ঘ জ্বালানি। আটদিনে বেলাগাম দামবৃদ্ধি পেট্রোল-ডিজেলের। আজ, মঙ্গলবার থেকে আরও এক দফা বাড়ল পেট্রোল- ডিজেলের দাম৷ পেট্রোলের দাম লিটার পিছু আরও ৮৩ পয়সা বেড়ে হল ১০৯ টাকা ৬৮ পয়সা৷ ডিজেলের দাম ৭০ পয়সা বেড়ে হল ৯৪ টাকা ৬২ পয়সা৷

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

পেট্রোল- ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে এ দিন কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ২০১৯ সালের মার্চ মাসের সঙ্গে ২০২২ সালের মার্চ মাসে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দামের পার্থক্য তুলে ধরে কেন্দ্রকে দায়ী করেছেন অভিষেক। পরিসংখ্যান দিয়ে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসেরও মূল্যবৃদ্ধির হার বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ।

এদিন ট্যুইটারে অভিষেক লেখেন, ‘যাঁরা বড় বড় ভাষণ দেন, জুমলাবাজ, প্রতিশ্রুতি ভঙ্গকারী এবং ঘৃণা ছড়ান- তাদের জন্য বিষয়টি সহজ করে তুলে ধরা যাক৷ বেলাগাম মূল্যবৃদ্ধির মাধ্যমেই বিজেপি বুঝিয়ে দিচ্ছে তারা দেশের মানুষের জন্য কতটা ভাবে৷ সুশাসনের নামে প্রধানমন্ত্রী আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছেন৷