Mamata: দার্জিলিঙের জনসভায় কী বললেন মুখ্যমন্ত্রী

0
3

মঙ্গলবার দার্জিলিঙের (Darjeeling) জনসভায় কী বললেন মুখ্যমন্ত্রী (CM), দেখে নিন এক নজরে:

• দার্জিলিঙে হিল ইউনিভার্সিটি (Hill University)তৈরি হবে
• রাজ্য সরকার (Government of West Bengal)বিধবা ভাতা বাড়িয়ে দিয়েছে
• লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু প্রকল্প চালু আছে
• ১০ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ পাওয়া যায়
• সকলকে জমির পাট্টা দেওয়া হবে
• দার্জিলিঙে ২০বছর জমির পাট্টা দেওয়া হয়নি
• দার্জিলিং হাসছে বলে পর্যটকরা আসছেন
• শীঘ্র জিটিএ নির্বাচন ( GTA election) হবে
• বারবার জিনিসের দাম বাড়িয়ে জনগণের অসুবিধা হচ্ছে
• প্রতিদিন পেট্রোল-ডিজেল দাম বাড়ছে, বিজেপি মানুষের কথা ভাবে না
• “আমি আপনাদের ঘরের মেয়ের মতো পাশে থাকব”
• রাশিয়া-ইউক্রেনে যুদ্ধের(Russia Ukraine war) জন্য প্রচুর ডাক্তারি পড়ুয়া ফিরে এসেছে। বলেছিলাম এখানে ওদের ফ্রিতে পড়াব। অনুমতি দিন। গতকাল পার্লামেন্টে বলেছে অনুমতি দেব না। কোনো দরদ নেই পড়ুয়াদের জন্য।