এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল তিলোত্তমা। অবরোধ-বিক্ষোভে আটকে পড়েছিলেন এক দশম শ্রেণির পরীক্ষার্থী। এদিকে স্কুলে পরীক্ষার ঘণ্টাও ততক্ষণে বেজে গিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে অসহায় কিশোর। আর বোধহয় পরীক্ষা দেওয়া হল না। কিন্তু না! নিমেষে সবকিছু সম্ভবপর করলেন যাদবপুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট সপ্তর্ষি ব্রহ্ম। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পরীক্ষার্থীকে স্কুলে পৌঁছে দিলেন তিনি। কলকাতা পুলিশের এই মানবিক ভূমিকায় অভিভূত সকলেই। গোটা ঘটনায় কলকাতা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যবাসী।

আরও পড়ুন:করোনা আক্রান্ত ইজরায়েলের প্রধানমন্ত্রীর!ভারত সফর বাতিলের সম্ভাবনা


ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১টা ৩৫। যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে তখন চলছে রাজনৈতিক একটি দলের বিক্ষোভ-অবরোধ। কিছুতেই বাসের চাকা গড়াতে দেবেন না অবরোধ সমর্থকরা। এদিকে স্ট্যান্ডে দাঁড়িয়ে কাঁদছে এক স্কুল পড়ুয়া। কারণ জিজ্ঞেস করতে পড়ুয়ার কাছে এগিয়ে আসেন এক যাদবপুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট। জানতে পারেন, ঢাকুরিয়ার এক স্কুলের দশম শ্রেণির ছাত্র ওই কিশোর। সাড়ে এগারোটায় স্কুলে আইসিএসই প্রি বোর্ড পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। অথচ সে সময়মতো পৌঁছতে পারেনি। সবকিছু শুনে আর এক মুহূর্ত দেরি করেননি কর্তব্যরত পুলিশ সার্জেন্ট। নিজের বাইকে বসিয়ে মিনিট পাঁচেকের মধ্যে ওই ছাত্রকে স্কুলে পৌঁছে দেন তিনি। শুধু তাই নয়, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরীক্ষা দেওয়ার জন্য তাকে কিছুটা বাড়তি সময়ও দেওয়ার ব্যবস্থা করে দেন কর্তব্যরত পুলিশকর্মী।

প্রসঙ্গত, কেন্দ্রের একগুচ্ছ নীতির প্রতিবাদে ট্রেড ইউনিয়গুলি সোম ও মঙ্গলবার ধর্মঘট ডাকে। সোমবার সকাল থেকেই রাস্তায় নামে ধর্মঘটিরা। আর এই রাস্তা অবরোধেই যাদবপুরের এইট বি বাসট্যান্ডে আটকে পড়ে ওই কিশোর।


Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































