সামনেই এএফসি এশিয়ান কাপের( AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডের ম্যাচ। সেই ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল (India Team)। এই ম্যাচের আসর বসতে চলেছে কলকাতায়। প্রথম ম্যাচ ৮ জুন কম্বোডিয়ার বিরুদ্ধে খেলতে নামবে সুনীল ছেত্রীরা। দ্বিতীয় এবং চতুর্থ ম্যাচ ১১ এবং ১৪ জুন। প্রতিপক্ষ আফগানিস্তান এবং হংকং। তারই প্রস্তুতি সারতে ২৪ এপ্রিল থেকে কলকাতায় প্রস্তুতি নেওয়ার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু সূত্রের খবর, শেষ পর্যন্ত এই শিবির কলকাতায় হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। কলকাতার পরিবর্তে পুণে অথবা দোহায় অনুশীলন করতে পারেন সুনীল ছেত্রীরা।
সূত্রের খবর, ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ চাইছেন, নীরবে প্রস্তুতি পর্ব সারতে। যাতে ফুটবলারদের মনঃসংযোগে ব্যাঘাত না ঘটে। আর ওয়াকিবহাল মহলের মতে, কলকাতায় সেই সম্ভবনা কম। এই কারণেই ভাবনা-চিন্তা শুরু হয়ে গিয়েছে অন্য কোথাও প্রস্তুতি শিবির সরিয়ে নিয়ে যাওয়ার। সূত্রের খবর এই মুহূর্তে দু’টি কেন্দ্র ফেডারেশনের ভাবনায় রয়েছে। পুণে এবং দোহা। বাহরিন ও বেলারুশের বিরুদ্ধে আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলির জন্য পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামেই ফুটবলারদের অনুশীলন করিয়েছিলেন ইগর। সেখানকার আধুনিক পরিকাঠামোয় খুশি তিনি। পুণের পরে জাতীয় কোচের দ্বিতীয় পছন্দ হল দোহা। এখন দেখার শেষ পযর্ন্ত কোথায় অনুশীলন পর্ব সারেন প্রীতম কোটাল, সুনীল ছেত্রীরা।
আরও পড়ুন:Mohammedan Sporting: ট্রাউয়ের বিরুদ্ধে জিততে মরিয়া সাদা-কালো ব্রিগেড