ব্যান্ডেলের পল্লবী সাউ -এর এক অনন্য উদ্যোগে সমাজের ভিন্ন স্তরের মহিলাদের নিয়ে গড়ে উঠেছে স্যানিটারি ন্যাপকিন কারখানা ‘ সম্পূর্ণা ‘। ২০১৭ সালে হুগলির মগড়া থানার অ্যাডকোনগরে আসাম লিংক রোডের পাশে মাত্র তিন জন মহিলাকে নিয়ে শুরু হয় ‘ সম্পূর্ণা ‘। আজ ‘ সম্পূর্ণা’- য় স্বনির্ভর হয়ে উঠেছে প্রায় ২০০- এর বেশি মহিলা।
তামিলনাড়ুর অরুণাচলম মুরুগানানথামের থেকেই অনুপ্রাণিত হয়ে স্যানিটারি ন্যাপকিন তৈরির স্বপ্নের দানা বণেন এই প্যাড উইমেন। হুগলি জেলা শিল্প কেন্দ্রের সহায়তায় সমাজের অনগ্রসর মহিলাদের নিয়ে দলবদ্ধভাবে এগিয়ে গেছে সম্পূর্ণা। জেলা শিল্প মেলা থেকে রাজ্যস্তরে এম এস এম ই -এর সম্মেলনে নিয়ে যাওয়া হয়েছে সম্পূর্না- কে। বাংলার স্বয়ং মুখ্যমন্ত্রী ন্যাপকিনের নাম দিয়েছেন ‘দিয়া ‘। পল্লবী সাউ -এর কথায় মুখ্যমন্ত্রীর সহায়তায় ‘সম্পূর্ণা’ আজ সম্পূর্ণ। গুণগত মানকে উৎকৃষ্ট রেখেই যথাযথ মূল্যে বাজারে পাওয়া যাবে এই স্যানিটারি ন্যাপকিন এবং এর পাশাপাশি আরও মহিলারাও যাতে নির্ভর শীল হয়ে ওঠে এটাই লক্ষ্য এই সুপার উইমেন – এর। ‘ দিয়া’- এর আলো বাংলায়, এগিয়ে লক্ষ্য, এগিয়ে বাংলা।
আরও পড়ুন:Weather update: সপ্তাহের মাঝেই শুরু তাপপ্রবাহ! সতর্ক করল হাওয়া অফিস