Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) কার্যত হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিল গুজরাত টাইটান্স। সোমবার লখনউ সুপার জায়ান্টসকে তারা হারাল ৫ উইকেটে। কেএল রাহুলের লখনউকে হারিয়ে দিলেন গুজরাতের আর এক রাহুল। রাহুল তেওয়াটিয়ার দাপটে জিতল গুজরাত।

২) ডান হাতের কনুইয়ে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। এ বার কনুইয়ে অস্ত্রোপচার হল তাঁর। অস্ত্রোপচারের পরে রিহ্যাবে যেতে হবে উডকে। ফের মাঠে ফিরতে উডের বেশ কয়েক মাস সময় লাগবে বলে জানা গিয়েছে।

৩) গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। একই সঙ্গে গতবারের ফাইনালে হারের বদলাও নিয়েছেন নাইটরা। সব মিলিয়ে কেকেআর শিবির রীতিমতো ফুরফুরে মেজাজে।

৪) কাতার বিশ্বকাপে ইতালিকে পৌঁছে দিতে না পারলেও রবার্তো মানচিনি এখনই দলের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন না। তিনি ইতালির কোচ হিসাবে থেকে যাচ্ছেন, জানিয়েছেন মানচিনি স্বয়ং।

৫) এমসিজিতে বুধবার শেষ বিদায় শেন ওয়ার্নের। থাইল্যান্ডের ভিলায় তাঁর মৃত্যু হয়েছে তিন সপ্তাহেরও বেশি আগে। কিন্তু মেলবোর্ন ক্রিকেট মাঠে তাঁর মূর্তির নিচে এখনও রোজ জমা হচ্ছে  ফুল, সিগারেট ও বিয়ার ক্যান। ভক্তরা আসছেন, তাঁকে শ্রদ্ধা জানিয়ে চলে যাচ্ছেন। বিরাম নেই এর।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ