Blast: সাতসকালেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাসন্তী, আতঙ্কিত এলাকাবাসী

0
2

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম। বিস্ফোরণের জেরে একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।  কী থেকে এই বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।


আরও পড়ুন:সরাসরিঃউত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে মুখ্যমন্ত্রী


মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ আচমকা বিস্ফোরণ ঘটে বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর বোরিয়া গ্রামের বাসিন্দা মফিজুদ্দিন সরকারের বাড়িতে। মফিজুদ্দিনের একটি মাটির ঘর থেকে আচমকা বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা যায়। তার জেরে ওই ঘরটিতে আগুন লেগে যায়। স্থানীয়দের অনুমান, বাড়িতে বোমা বা দাহ্য কোনও বস্তু মজুত থাকায় এই বিস্ফোরণ ঘটেছে।