দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বেকারত্বের হার কোথায় বেশি? সংসদে এই প্রশ্নে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় সরকার জানাল, বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের রাজ্য হরিয়ানার (Haryana) নামই রয়েছে তালিকার শীর্ষে।
আরও পড়ুন: মমতার দেখানো পথে পাঞ্জাবে এবার ‘দুয়ারে রেশন’ চালুর ঘোষণা ভগবন্ত মানের
সোমবার সংসদে সিএমআইই–র রিপোর্ট পেশ করার সময় কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানান, হরিয়ানায় (Haryana) বেকারত্বের হার সর্বোচ্চ ২৫.৭ শতাংশ। তারপর রয়েছে কংগ্রেস শাসিত রাজ্য রাজস্থান, ২৪.৫ শতাংশ। মন্ত্রী স্বীকার করেন, বেকারত্বের হারে সবার প্রথমে রয়েছে হরিয়ানা। যে রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর (CM Manohar Lal Khattar)। পিরিওডিক ফোর্স সার্ভে অনুসারে, ভারতে চাকরির বাজারে ১৫ থেকে ৪০ বছর বয়সী স্নাতকদের সংখ্যাও হ্রাস পেয়েছে।


































































































































