ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৩৫০ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

0
1

?সেনসেক্স ৫৭,৯৪৩.৬৫ (⬆️ ০.৬১%)

?নিফটি ১৭,৩২৫.৩০ (⬆️ ০.৬০%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বড়সড় ধাক্কা খায় শেয়ারবাজার। সে ধাক্কা সামলে এদিন ফের কিছুটা ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। মঙ্গলবার ৩৫০ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১০৩ পয়েন্ট।

মঙ্গলবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৩৫০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩৫০.১৬ পয়েন্ট বা ০.৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৭,৯৪৩.৬৫। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১০৩.৩০ পয়েন্ট বা ০.৬০ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৩২৫.৩০।