৩৬ বছর পর বিশ্বকাপে কানাডা

0
1

৩৬ বছরের অপেক্ষার অবসান। ১৯৮৬-র মেক্সিকো বিশ্বকাপের পর কাতারে দেখা যাবে কানাডাকে। বিশ্বকাপের টিকিট পেতে ঘরের মাঠে ড্র করলেই চলত। কিন্তু প্রতিপক্ষ জামাইকাকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েই বিশ্বকাপে জায়গা করে নিল কানাডা। টরেন্টোয় তুষারবৃষ্টি ও হাড়কাঁপানো ঠাণ্ডা উপেক্ষা করে জাতীয় দলের সমর্থনে গ্যালারি ভরিয়েছিলেন কানাডিয়ানরা। গ্যালারির গর্জন যেন তাতিয়ে দিয়েছিল বুকানন, ক্লারিনদের। সমর্থকদের ভালবাসার প্রতিদান দিয়েই প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন তাঁরা। প্রথম গোলটা এসেছে ১৩ মিনিটে। স্টেফান উস্তাকির পাস থেকে গোল করে কানাডাকে এগিয়ে দেন কাইল লারিন। প্রথমার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করে তারা। গোলদাতা তাহোন বুকানন। খেলার শেষ লগ্নে আরও দুটো গোল করে বিশ্বকাপ যাত্রার উৎসব রঙিন করে কানাডা। ৮৩ মিনিটে অসাধারণ একটি গোল করে ব্যবধান ৩-০ করেন জুনিয়র হইলেট। কানাডার চতুর্থ গোলটি অবশ্য আত্মঘাতী। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন আদ্রিয়ান মারিয়াপ্পা। কনকাকাফ অঞ্চল থেকে এবার কঠিন পরীক্ষা দিয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল কানাডা।