পাঁচ রাজ্যের ভোট মিটতেই বেলাগাম হারে দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। এইনিয়ে সাতদিনে ষষ্ঠবারের বাড়ল পেট্রোপণ্যের। স্বভাবতই ঘুম কেড়েছে মধ্যবিত্তর। রবিবারের পর সোমবার লিটারপ্রতি পেট্রোলের দাম ৩৫ পয়সা বেড়েছে। লিটারপ্রতি ডিজেলের দামও ৩৫ পয়সা। সোমবার থেকে কলকাতায় পেট্রোলের নয়া দাম ১০৮ টাকা ৮৮ পয়সা। আজ থেকে কলকাতায় ডিজেলের দাম ৯৩ টাকা ৯২ পয়সা।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ 


স্বস্তি মিলছিল ১৩৭ দিন। কিন্তু ভোটপর্ব মিটতেই প্রায় প্রতিদিনই দাম বাড়ানো হচ্ছে জ্বালানির ৷ সরকারি তেল সংস্থগুলি সোমবার ফের দাম বাড়াল পেট্রোল-ডিজেলের ৷ এই নিয়ে চলতি সপ্তাহে ষষ্ঠবার দাম বাড়ল জ্বালানির। কেবল কলকাতা নয়, বাকি দেশেও পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। মেট্রো শহরগুলির মধ্যে দিল্লিতে এবার থেকে পেট্রোল কিনতে খরচ পড়বে লিটার প্রতি পেট্রোলের দাম ৩০ পয়সা ওডিজেল লিটারপ্রতি ৩৫ পয়সা করে বেড়েছে।

প্রসঙ্গত , পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম সহজেই জানতে পারবেন এসএমএস-এর মাধ্যমে ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷
 
 
 
 
 
 
 
 
 
 
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































