বগটুইতে সিবিআই তদন্ত চলছে। তাহলে কীসের দাবিতে বিধানসভায় হাঙ্গামা বিজেপির। কড়া আক্রমণ করলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। বিধানসভার অধিবেশনের শেষদিনে বগটুই নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিজেপি (BJP)। বিরোধী বিধায়কদের দাবি খারিজ করে দেন স্পিকার। এরপরই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। ধুন্ধুমার বাধিয়ে দেন অধিবেশনে। মার খান তৃণমূলের বিধায়করা। নাক ফাটে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। এই ঘটনায় বিজেপির ভূমিকার তীব্র নিন্দা করেন তৃণমূল মুখপাত্র। তিনি বলেন, অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এটা পরিকল্পিত।

সাংবাদিক বৈঠকে কুণাল বলেন, বিজেপি সিবিআই তদন্ত চেয়েছিল, সেটাই চলছে। তাহলে কীসের দাবিতে বিধানসভায় গোলমাল করেছে বিজেপি? তাহলে কী চায় তারা- প্রশ্ন তোলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, তদন্তকে প্রভাবিত করতেই এটা করছে বিজেপি। একই সঙ্গে সস্তা প্রচার করতেই গেরুয়া শিবিরের এই কুকীর্তি– কটাক্ষ করেন কুণাল।
আরও পড়ুন:অ-হিন্দু তাই প্রবেশে বাধা: কেরলের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন ভরতনাট্যম শিল্পী মানসিয়া
বিজেপি-র ৩৫৬ দারার দাবিতে নস্যাৎ করে কুণাল বলেন, বিজেপি শাসিত গুজরাতে যখন গণহত্যা হয়েছে, তখন সেখানে কি ৩৫৬ ধারা জারি হয়েছিল? উত্তর প্রদেশ-সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আইনশৃঙ্খলা তলানিতে। সেখানও ৩৫৬ ধারা জারি হয় না। তাহলে, দেশের মধ্যে যেখানে শান্তি রয়েছে, সেই বাংলায় কেন ৩৫৬-র দাবি জানাচ্ছে গেরুয়া শিবির! এটাকে সস্তা রাজনীতি বলে তীব্র আক্রমণ করেন কুণাল।











































































































































