রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় সিবিআইয়ের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের। আদালতের নির্দেশের পরই বগটুই কাণ্ডের তদন্তের সমস্ত রিপোর্ট সিবিআইয়ের হাতে তুলে দেয় সিট। বগটুই কাণ্ডে ইতিমধ্যেই তদন্তে নেমেছে CBI। রবিবার কাণ্ডের অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই গোয়েন্দারা। ধৃত আজাদ চৌধুরীর মুখোমুখি বসিয়ে আনারুলকে জেরা করা হয়। আজ, সোমবারও তাঁকে জেরা চলবে বলে জানা গিয়েছে। এদিকে, এ দিনই জেরার জন্য সিবিআই তলব করেছে মিহিলাল শেখকে।এই ঘটনায় মিহিলালের মা, স্ত্রী, কন্যা ও জমাতার মৃত্যু হয়েছে। এই ঘটনায় মিহিলাল অন্যতম প্রত্যক্ষদর্শী বলে মনে করা হচ্ছে।যদিও CBI-এর অস্থায়ী ক্যাম্পে বিশেষ কারণে হাজির হবেন না মিহিলাল। CBI তরফে খবর, তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুলিশি অভিযান, দুবরাজপুর থেকে উদ্ধার তাজা বোমা

এদিকে সোমবার সাঁইথিয়ার বাতাসপুরে যাচ্ছে সিবিআই-এর একটি টিম। সেখানে অগ্নিদগ্ধদের পরিবারের সদস্য মিহিলাল শেখ ও তার ভাই বানিরুল বগটুই গ্রাম থেকে থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সন্ধ্যাজল গ্রামে তাঁর শ্বশুর বাড়িতে রয়েছেন। সিবিআই সূত্রে খবর, রবিবারই ফোনে মিহিলালকে তলব করা হয়েছে। রামপুরহাটে তাঁকে সোমবার সকাল ১০টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

অন্যদিকে রামপুরহাট হাসপাতাল সূত্রের খবর, বগটুইকাণ্ডে অগ্নিদগ্ধ নাজেমা বিবির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। তাঁর দেহের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছে।

প্রসঙ্গত, রবিবার CBI-র ডিআইজি অখিলেশ সিংয়ের নেতৃত্বে প্রায় ৮ ঘন্টা আনারুলকে জেরা চলে। ভাদু শেখ খুনের পর তৃণমূল কর্মী আজাদ চৌধুরীর সঙ্গে তাঁর ফোনে কী কথা হয়েছিল? কাদের বগটুই গ্রামে হত্যাকাণ্ডের কাজে লাগানো হয়েছিল? তা আনারুল ও আজাদের কাছে জানতে চাওয়া হয় বলে খবর।


Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































