১) আইপিএল ২০২২ সালেও প্রথম ম্যাচে জিততে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে হারল রোহিত শর্মার দল। তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা দিল্লির কুলদীপ যাদব।

২ ) সুইস ওপেনের মহিলা সিঙ্গলসে খেতাব জয় পিভি সিন্ধুর। রবিবার ফাইনালে তিনি হারালেন থাইল্যান্ডের বুসানান ওংবামরুংফানকে। ম্যাচের ফলাফল ২১-১৬, ২১-৮ । মাত্র ৪৯ মিনিটেই শেষ হয়ে যায় ফাইনাল ম্যাচ। তবে এদিন সিন্ধু জিতলেও, হেরে গেলেন এইচএস প্রণয়।

৩) এবার কলকাতা ময়দানে আত্মপ্রকাশ করতে চলেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে আগামী পয়লা বৈশাখে কলকাতা ময়দানে আত্মপ্রকাশ করতে চলেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব।

৪) আইসিসি মহিলা বিশ্বকাপের থেকে ছিটকে গেল ভারত । দক্ষিন আফ্রিকার কাছে ৩ উইকেটে হারল মিতালি রাজের দল। বিশ্বকাপের স্বপ্নভঙ্গ ঝুলন গোস্বামী, মিতালি রাজদের।
আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ










































































































































